★*★তুমি কখন ছিলে আমার?★*★

লিখেছেন লিখেছেন মামুন ০৭ মার্চ, ২০১৬, ০৮:০৮:৩৩ রাত

তুমি কখন ছিলে আমার?

★*★*★*★*★*★*★*★

একটা কবিতা লিখে

পোষ্ট করতে পারিনি নেটের ব্যাল্যান্স ছিল না বলে

জীবনের ব্যাল্যান্স ছিল কিনা তা ও ভাবিনি তখন।

.

আমি আর জীবন

একে অন্যকে নিয়ে অনেক খেলা খেলেছি দু'জন

কে জিতলো কে হারলো বলা মুশকিল এখন।

.

একটা চাপের মুখে ছিলাম

নিরন্তর নাই নাই রবে সবাই তখন বিরক্ত অণুক্ষণ

নাইটগার্ডের একটা চাকরি পেলেও বর্তে যেতাম মনে হতো সর্বক্ষণ।

.

কত কিছুই করলাম এক জীবনে

ম্যাক্সির হেল্পারি গম চোরের সেক্রেটারি কি পল্লী গাঁয়ের দফাদারি

নষ্ট রাজনীতির ধারকের বাহক হয়েও জেনেছিলাম ভেতরের বাটপারি।

.

মদ খেয়েছিলাম কত্তো রাত

গাঁজার কল্কেতে গোল হয়ে দম দিয়ে প্রহরের পর প্রহর করেছি পার

নাক সিটকানো ভদ্রলোকদের উপেক্ষা করেছি কেবল ধারিনি কারো ধার।

.

জীবনটা আসলে ঐ ভদ্রলোকদের জন্য

যারা গল্প-কবিতা-উপন্যাস ছাপানোর ক্ষমতা রাখে

টাকার দুনিয়ায় ট্যাঁকে টংকাবতী তারাই আজ জীবনের রেখা আঁকে।

.

যখন আমিও ভদ্রলোক হলাম

কবিতার ধূসর প্ল্যাটফর্মে ছন্দদের সুর খুঁজে ফেরা পঙ্গু ভিক্ষুকের মত পেলাম

শেষে এক বর্ণান্ধ শিল্পীর লুপ্ত অহংকারের মৃত উল্লাসে ভেসে গেলাম।

.

এখন আমার অফুরন্ত নেট ব্যাল্যান্স

জীবনের ব্যাল্যান্স নাই... এখন কবিতা নাই

এখন.. কিছুই নাই।

.

আর তুমি!

তুমি তখনো ছিলে না.. এখনো নেই

আসলে তুমি কখনোই ছিলে না আমার।

বিষয়: সাহিত্য

১১৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361733
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : শেষের লাইন দুটো মিলল না৷ বাকী সুন্দর হয়েছে৷ ধন্যবাদ৷
০৭ মে ২০১৬ রাত ১২:২৯
305598
মামুন লিখেছেন : জি ধন্যবাদ, মেলানোর চেষ্টা করব সামনে থেকে।
ভালো থাকুন।
361801
০৮ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছে? অনেকদিন পর ব্লগে এসে আপনার লেখাটা পেয়ে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেন আপনার লেখা পড়লে, পড়ার যে নেশা তা মিটে যায়। আপনার লেখার হাত আরো সু-প্রসারিত হোক। জাযাকুমুল্লাহ।
০৭ মে ২০১৬ রাত ১২:৩০
305599
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
জি, পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন।
আপনার অনুভব জেনে অনেক ভালো লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File